গোমটা দিয়ে মুখ ঢেকে আদালতে আওয়ামী লীগ নেতা.
মাথায় হলুদ রঙের কাপড়ে গোমটা দিয়ে মুখ ঢেকে ও হাতে হাতকড়া পরিয়ে পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে উপস্থাপনের পর তিনি আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
শুরুর দিকে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর আদালতে হাজির করা হয়।
গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় বিতর্কিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে। গ্রেফতারের পর ওই দিন দুপুরে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তায় আজ সকালে তাকে বান্দরবানে আনা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়া দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে দেশের বিভিন্ন স্থানে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন।
অন্যদিকে, তার গ্রেফতারের খবর জানার পর বান্দরবানে মিষ্টি বিতরণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta