বরগুনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যারা আত্মত্যাগ ও বীরত্বের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের স্মরণে এ দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। এই তাৎপর্যপূর্ণ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে জাতীয় কর্মসূচির আলোকে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৬টায় শহিদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ নানা কর্মসূচির মাধ্যমে বরগুনায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সকাল ৯টায় বরগুনা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta