মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে কঠোর নিয়ন্ত্রণ করা হবে.
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা।
বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘থ্রি-হুইলার ফিডার রোডে চলতে পারবে, তবে মহাসড়কে উঠলেই তা অবৈধ হবে।’
তিনি জানান, ‘চার হাজারের বেশি পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির বেশি চেকপোস্ট, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিত করা হবে।’
এছাড়া ঈদে খোলা ট্রাক এবং বাসের ছাদে ভ্রমণ না করার জন্য যাত্রীদের নিরুৎসাহিত করেন তিনি। পাশাপাশি চালকদের ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা এবং দ্রুতগতিতে গাড়ি না চালানোর অনুরোধ জানান।
লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালাতে না দেওয়া এবং ঈদের দিন গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য গাড়ির মালিকদের নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা।
পরে তিনি মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta