ছুটির দিনেও চলমান থাকবে অর্থনীতি
ঈদের দীর্ঘ ছুটির মাঝে দেশে কলকারখানা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতে অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে না। অর্থনীতির কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
ঈদে দীর্ঘ ছুটির কারণে অর্থনীতিতে স্থবিরতা আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "না, অর্থনীতিতে স্থবিরতা হবে না। সবকিছু চলতে থাকবে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবেন এবং জরুরি হলে ছুটির মধ্যেও মিটিং হবে। আমরা যখন প্রয়োজন মনে করবো, জুমের মাধ্যমে মিটিং করতে পারব। বিশ্বব্যাংকে থেকেও আমি অনেক মিটিং করেছি। তাই এ ধরনের সমস্যা হবে না।"
তিনি আরও বলেন, "আমরা খাদ্যশস্য আমদানি ও বাজার স্থিতিশীল রাখতে সচেষ্ট। আজই চাল আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। টিসিবির মাধ্যমে সঠিক মূল্য নিয়ে বাজারে সাপ্লাই নিশ্চিত করা হবে। আর আলুর অতিরিক্ত মজুত নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। তবে, দাম বেশি হওয়া সত্ত্বেও সস্তায় দেওয়া কিছুটা কঠিন।" ওয়ান-ইলেভেনের সময় সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "আমরা বর্তমানে রেগুলার প্রকল্পের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta