ঈদের দীর্ঘ ছুটিতে কনটেইনার ও জাহাজজটের শঙ্কা
স্বাভাবিক সময়ের তুলনায় চার গুণ বেশি স্টোর রেন্ট আরোপের পর কনটেইনারে কিছুটা স্বস্তি ফিরলেও ঈদের দীর্ঘ ছুটির কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উদ্বিগ্ন। টানা নয় দিনের ছুটিতে কনটেইনার এবং জাহাজজটের আশঙ্কা রয়েছে। মহাসড়কে পণ্যবাহী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা, কলকারখানা বন্ধ থাকা, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অফিসের কর্মীদের অনুপস্থিতি, আমদানি-রপ্তানি কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বন্ধ থাকার কারণে কনটেইনার ডেলিভারি কমে যেতে পারে। এর ফলে জট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রতি বছর ঈদের ছুটিতে ডেলিভারি কম হলে কনটেইনার বন্দরের ভিতরে জমে যায়। এর ফলে নতুন কনটেইনার নামানোর জায়গা থাকে না এবং পণ্য খালাসে সমস্যা হয়। বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮ টিইইউএস (২০ ফুট সমমান)। মঙ্গলবার কনটেইনার ছিল ৩০ হাজার ৮৬০ টিইইউএস। প্রতিদিন প্রায় ৪ হাজার কনটেইনার ডেলিভারি হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ঈদের দিন ছাড়া ২৪ ঘণ্টা পণ্য ডেলিভারি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ ও অন্যান্য কারণে আমদানিকারকরা কনটেইনার ডেলিভারি নিতে আগ্রহী নন, ফলে কনটেইনারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta