পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির দীর্ঘ লাইন
ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছে। ছুটির প্রথম দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় দীর্ঘ মোটরসাইকেলের সারি দেখা গেছে। শুক্রবার (২৮ মার্চ) প্রথম দিনে সেতুর টোল প্লাজায় আসা গাড়িগুলোর সারি আরও দীর্ঘ হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এক কিলোমিটার পর্যন্ত গাড়ির জট জমেছে। সেতু চালু হওয়ায় ভোগান্তি কিছুটা কমলেও, টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির কারণে সমস্যা বৃদ্ধি পেয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দুর্ঘটনা প্রতিরোধ ও গাড়ির গতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়া জানান, শুক্রবার ভোর থেকেই এক্সপ্রেসওয়েতে গাড়ির চলাচল বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের জট তৈরি হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta