৭২ ঘণ্টার মধ্যে চারটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুথিরা।
লোহিত সাগরে বুধবার আরও একবার মার্কিন জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এটি গত ৭২ ঘণ্টায় মার্কিন নৌবাহিনীর ওপর হুথিদের চতুর্থ আক্রমণ।
হুথি বাহিনীর একজন সামরিক মুখপাত্র জানান, এই অভিযানে ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং কিছু শত্রু যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়। তিনি জানান, এটি গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থ হামলা।
এছাড়া, মার্কিন বিমান হামলায় ইয়েমেনে ৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছিল। হুথিরা এসব হামলার প্রতিক্রিয়ায় বড় ধরনের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়।
২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হুথিরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল। রবিবার তারা জানায়, তাদের সামুদ্রিক অভিযান অব্যাহত থাকবে যতদিন না গাজার অবরোধ তুলে নেয়া হয় এবং সাহায্য প্রবাহিত হওয়ার অনুমতি দেয়া হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, হুথিদের হামলা না থামানো পর্যন্ত যুক্তরাষ্ট্র অবিরাম আক্রমণ চালিয়ে যাবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, আরব নিউজ, আল-আরাবিয়া
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta