বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে : তারেক রহমান
বিএনপিকে ওয়ান-ইলেভেনের মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা জানান।
গত ১৭ বছরে বিএনপির দলীয় কার্যক্রম প্রচার এবং বিএনপি বিরোধী বিভিন্ন অপপ্রচার প্রতিরোধে সক্রিয় ছিল জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
তারেক রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন BNPর প্রতি যত বৃদ্ধি পেয়েছে, তত বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা বিভিন্ন মিডিয়া হাউজের মাধ্যমে বিএনপিকে ঠিক ওয়ান-ইলেভেনের সময়ের মতো মিডিয়া ট্রায়ালের শিকার করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, দেশকে উন্নতির পথে নিয়ে যেতে হলে একটি জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
বিডি প্রতিদিন/এমআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta