সরকার এসেছে গেছে, মানুষের উপকার হয়নি: জামায়াত সেক্রেটারি।
জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশে বহু সরকার এসেছে এবং চলে গেছে, তবে মানুষের কল্যাণ আজও বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, আল্লাহর নির্দেশনা ছাড়া সমাজ কখনো সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। এই বক্তব্য তিনি সোমবার বরিশাল মহানগর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন।
এদিন সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বরিশাল আইনজীবী সমিতির মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে অ্যাড. হেলাল বলেন, গত বছরও মহানগর জামায়াত একই ধরনের ইফতার মাহফিল আয়োজন করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তবে আজ সারা দেশজুড়ে উদ্দীপনা ও আড়ম্বরের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, দেশে এখনও বিশৃঙ্খলা বিরাজমান, জুলুম এখনও অব্যাহত আছে।
এই মাহফিলটি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেক্রেটারি মাওলানা মতিউর রহমান এর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এটি একটি মিলনমেলায় পরিণত হয়।
মাহফিলের উদ্বোধনী বক্তব্য রাখেন মহানগরীর নায়েব আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল। দেশ ও জাতির মঙ্গল কামনা এবং জাতীয় নেতাদের মুক্তি ও সুস্থতার জন্য ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম বিশেষ মোনাজাত করেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবায়দুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রিন্সিপাল প্রফেসর হারুনুর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta