কোরআনের শিক্ষায় মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা কামনা : জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, ঘর-ঘরে আওয়াজ তুলতে হবে। কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে হবে।
এটি তিনি সোমবার সকালে বরগুনার টাউনহল মাঠে আয়োজিত একটি পথসভায় বলেন।
বরগুনা জামায়াতে ইসলামী আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মো. মহিব্বুল্লাহ।
পথসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমির ড. শফিকুল ইসলাম মাসউদ, বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় সূরা সদস্য ফখরুদ্দিন খান রাযীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পথসভায় যোগ দেওয়ার আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে বরগুনা সার্কিট হাউসে পৌঁছান এবং সেখানে সম্প্রতি সহিংসতার শিকার একটি পরিবারের কাছে যান।
তিনি নিহত মন্টু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তার মেয়েটির ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ডা. শফিকুর রহমান পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান এবং নগদ অর্থ, খাদ্য ও পোশাক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি ঘোষণা দেন, নির্যাতিত মেয়েটি ও তার ছোট বোন আড়াই মাসের শিশুর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের সমস্ত ভরণ-পোষণের দায়িত্ব জামায়াত নেবে। নিহত মন্টু দাসের তিন সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত জামায়াত তাদের পূর্ণ দায়িত্ব নেবে।
এই ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, শিশুর প্রতি এমন বর্বর আচরণ অত্যন্ত লজ্জাজনক। তার বাবা শুধু ন্যায়বিচার চেয়েছিলেন, কিন্তু প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলাটির দায়িত্ব নিয়েছেন এবং জামায়াতের নেতাকর্মীরা আইনি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। এরপর তিনি বরগুনা শহীদ মিনারে আরেকটি পথসভায় অংশ নেন, যেখানে তিনি সামাজিক ন্যায়বিচার ও রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta