১৬ বছরের আন্দোলন ও অভ্যুত্থানের মাঝে বিভেদ সৃষ্টি করছেন কেন, রিজভীর প্রশ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সম্প্রতি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। ১৫ বছর ধরে বিএনপি নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী দলগুলো যে আন্দোলন চালিয়ে আসছে, তার চূড়ান্ত প্রকাশ ছিল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান।’
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা করা নিয়ে দায়ীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে।
রিজভী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে গত ১৫ বছরে ইলিয়াস আলীসহ বিএনপির অনেক নেতা গুম হয়েছেন।’
তিনি বলেন, ‘জুলাই-আগস্টে শিশু, তরুণ এবং কিশোররা জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। তাই আমি উপদেষ্টাদের কাছে প্রশ্ন করছি, কেন ১৫ থেকে ১৬ বছরের আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন তৈরি করছেন?’
এসময় তিনি উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান, জনগণের কল্যাণে কাজ করুন এবং বিশেষ করে চালের দাম কমানোর দিকে মনোযোগ দিন।
রিজভী আরও বলেন, ‘জনগণের মধ্যে গভীর আস্থা রয়েছে যে, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবেন। কিন্তু যদি এতে বিলম্ব হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।’
রিজভী বলেন, ‘দেশের বর্তমান অসন্তোষ শেখ হাসিনার দুঃশাসনের ফল। আমাদের অবশ্যই এই দুঃশাসনের বিকৃত ফল দূর করে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে হবে।’
বিডি প্রতিদিন/আরাফাত
প্রকাশিত: | By Symul Kabir Pranta