ইয়েমেনে নিহতের সংখ্যা ৫৩, হামলা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যের সংকটময় ইয়েমেন দেশে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা এখন ৫৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে, এবং হামলা করা হয় ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থানে।
এই হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও তাদের হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যতক্ষণ না হুথিরা জাহাজে হামলা বন্ধ করছে, ততক্ষণ হামলা অব্যাহত থাকবে।
এ তথ্যটি সোমবার আলাদা রিপোর্টে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি জানাচ্ছে, মার্কিন হামলায় নিহত ৫৩ জনের মধ্যে পাঁচ শিশু রয়েছে, এমন তথ্য দিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র জানায়, তারা শনিবার হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লোহিত সাগরে মার্কিন জাহাজে হুথিদের হামলা ছিল এই হামলার প্রধান কারণ। ওয়াশিংটন জানায়, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা ছিলেন, তবে গোষ্ঠীটি এটি নিশ্চিত করেনি।
হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, যতদিন পর্যন্ত আমেরিকা ইয়েমেনে হামলা চালিয়ে যাবে, ততদিন তাদের যোদ্ধারা মার্কিন জাহাজে হামলা চালাতে থাকবে।
বিবিসি জানিয়েছে, হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি রবিবার এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় পাঁচ শিশু ও দুই নারীসহ ৫৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছে।
হুথিরা আরও জানিয়েছে, রোববার রাতে ইয়েমেনের হুদায়দা শহরে নতুন করে মার্কিন হামলা চালানো হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে মন্তব্য করেনি। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবিসি নিউজে বলেছেন, শনিবারের হামলায় অনেক হুথি নেতাকে হত্যা করা হয়েছে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুথিদের আক্রমণ না থামানো পর্যন্ত তাদের ওপর "নিরবিচ্ছিন্ন" ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ফক্স বিজনেসে বলেছেন, "এটা নৌচলাচলের স্বাধীনতা এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্যই করা হচ্ছে।"
হুথিরা জানিয়েছে, ইসরায়েল গাজার অবরোধ না তুলে নিলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালিয়ে যাবে এবং ইয়েমেনে তাদের বিরুদ্ধে কোনো হামলা হলে, তারা সেই হামলারও জবাব দেবে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে তাদের শত্রু মনে করে এবং সানা ও ইয়েমেনের উত্তর-পশ্চিম অংশে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। তবে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয়।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta