দণ্ড দ্রুত কার্যকর করতে চান আবরারের বাবা
হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ বলেছেন, "এই রায়ে আমরা আপাতত সন্তুষ্ট। রায় ঘোষণার পর যে প্রক্রিয়াগুলো বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করার বিষয়টি আমাদের চাওয়া।"
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এর আগে, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখে রায় দেয়।
হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এই রায় প্রদান করেন।
মামলার আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল এবং আপিলের ওপর শুনানি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় সংরক্ষিত রাখেন। আজ রায় ঘোষণা করল হাইকোর্ট।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta