উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু, বহু আহত
উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানায়।
তথ্য অনুযায়ী, শনিবার সকালবেলা রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে কোচানি শহরের পালস ক্লাবে আগুন লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে ক্লাবটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আকাশে ধোঁয়া উঠছে।
এডিএন নামে জনপ্রিয় হিপ-হপ ব্যান্ডের একটি শো চলাকালে আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। আগুন লাগার কয়েক ঘণ্টা পরেও সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
এতে প্রায় ১,৫০০ জন দর্শক উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ব্যবহার করার কারণে আগুনটি লেগে থাকতে পারে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। -সূত্র: বিবিসি
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta