উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫১
উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ৫১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। রবিবার বিবিসি এই খবর জানিয়েছে, যা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কোচানি শহরের পালস ক্লাবে রবিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভবনটি জ্বলছে এবং রাতের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে।
স্থানীয় সময় রাত ৩টায় ক্লাবটিতে আগুন লাগে, যখন এডিএন নামক একটি ব্যান্ড পারফর্ম করছিল। কনসার্টে প্রায় ১ হাজার ৫০০ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আতশবাজী যন্ত্র ব্যবহারের কারণে আগুন লেগে থাকতে পারে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আরাফাত
প্রকাশিত: | By Symul Kabir Pranta