জাপানে পুরস্কার অর্জন করল ‘নীলপদ্ম’
জাপানের ‘টোকিও লিফট অব ফেস্টিভাল ২০২৫’-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের তৌফিক এলাহীর সিনেমা ‘নীলপদ্ম’।
পুরস্কার পাওয়ার খবর জানিয়ে নির্মাতা বলেন, “‘টোকিও লিফট অব ফেস্টিভালে’ ‘নীলপদ্ম’ ছবিটি সিলেক্ট করা হয়েছিল। জুরি প্যানেল ছবিটি নানা দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছিল এবং আমি ই-মেইল মারফত সব আপডেট পাচ্ছিলাম। কিন্তু ছবিটি নির্বাচিত অন্যান্য সিনেমাগুলোকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্মের পুরস্কার পাবে, আমি একদমই তা আশা করিনি।”
তিনি আরও বলেন, “‘নীলপদ্ম’ আমার গবেষণামূলক কাজ। কর্তৃপক্ষ আমাকে ই-মেইলে পুরস্কারের বিষয়টি আগেই জানিয়ে ছিল, তবে ই-মেইল চেক করতে দেরি হওয়ায় আজ তা জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মাননা। তবে এটি শুধুমাত্র আমার নয়, এই সিনেমার আর্টিস্ট, কলাকুশলী এবং সংশ্লিষ্ট সবার সম্মান।”
এছাড়াও, রুনা খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।
‘নীলপদ্ম’ সিনেমাটি দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকার নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়েছিল নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এবং এটি চলতি বছর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে এটি।
এই সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং বর্তমানে এটি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta