লাশ পোড়ানো মামলা: হত্যার ভিডিও উদ্ধার, শনাক্ত ২ জন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় নতুন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
সোমবার গণমাধ্যমে তিনি জানান, লাশ পোড়ানোর আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে, যার মাধ্যমে দুজনকে শনাক্ত করা হয়েছে।
এছাড়া, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, "নতুন শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে।" তিনি আরও জানান, "আশুলিয়া হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে ২৫ মে।"
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে ঢাকার আশুলিয়ায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। সেদিন ৬ জনের নিথর দেহ গাড়িতে তুলে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ।
তদন্ত সংস্থা জানায়, ঘটনাস্থলে একজন জীবিত ছিলেন। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। সেই বিভীষিকাময় দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশ কেঁপে ওঠে।
এই আলোচিত মামলার তদন্ত যখন প্রায় শেষের দিকে, তখন আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে দেখা যায় লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম দৃশ্য।
প্রকাশিত: | By Symul Kabir Pranta