জুলাই-আগষ্ট আন্দোলনে হামলার আসামির জামিনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ায় জুলাই-আগষ্ট আন্দোলনে ছাত্রদের উপর হামলার দায়ে আসামিকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুশীল সমাজ এবং ছাত্র সংগঠনগুলোর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি, তার সহযোগী সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা অংশগ্রহণ করেন।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা জর্জ আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবদল নেতা আল আমিন রানা কানাই, আব্দুল মাজেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, সদস্য সচিব উৎপল, ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার আহবায়ক আব্দুল মঈদ বাবুল, সদস্য সচিব জামিরুল ইসলাম জামিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান গত ২৪শে জুলাই-আগষ্ট আন্দোলনের সময় ছাত্রদের উপর সরাসরি হামলা চালান, যার ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ছুটির দিনে আদালত কীভাবে তার জামিন মঞ্জুর করলো?
বক্তারা জেলা প্রশাসককে প্রশ্ন করে বলেন, সার্ভেয়ার মান্নান বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং ২৪শে জুলাই-আগষ্ট আন্দোলনের সময় তিনি ছাত্রদের ওপর লাঠি হাতে সরাসরি হামলা চালান। এমন একজন ব্যক্তির জামিন কিভাবে ২৪ ঘণ্টার মধ্যে মঞ্জুর করা হলো? বক্তারা ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের আদালতের জামিন বাতিল করে মান্নানকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে মরিয়া, তাদের ছাড় দেওয়া হবে না। কুষ্টিয়ার কুখ্যাত “মান্নান সার্ভেয়ার” একটি দিনের মধ্যে জামিনে মুক্ত হয়েছে। আমরা এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাই। সুশীল সমাজ ও ছাত্র জনতা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
উল্লেখ্য, জুলাই-আগষ্ট আন্দোলনে সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছিলো, তবে তিনি দীর্ঘ ৯ মাস ধরে পলাতক ছিলেন। গত শুক্রবার (২৫ এপ্রিল) তাকে গ্রেফতার করা হলেও পরের দিন শনিবার (২৬ এপ্রিল) ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের আদালত জামিনে মুক্তি দেয়। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য স্থানে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta