পাকিস্তানের অধিকার নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর অবিচ্ছেদ্য
কাশ্মিরে হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্ত পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এর পর পাকিস্তান ভারতের এই সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে “শিশুসুলভ ও অবৈধ” বলে মন্তব্য করেছে।
পাকিস্তান আরও বলেছে, নদীর পানি চুরি করা যাবে না এবং নদীর প্রতিটি ফোঁটা পানির ওপর পাকিস্তানের অধিকার অটুট থাকবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের ফেডারেল জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস আহমদ খান লেঘারি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণাকে “শিশুসুলভ, বোকামিপূর্ণ এবং অবৈধ” মন্তব্য করেছেন।
শনিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের অবস্থান পরিষ্কার এবং দৃঢ়। এই চুক্তি শুধুমাত্র পাকিস্তান ও ভারতের সম্মতিতে বাতিল হতে পারে; কোনও পক্ষ একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারে না।
তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের নদীগুলোর প্রতিটি ফোঁটা পানির ওপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। ভারতের ভিত্তিহীন বক্তব্য আন্তর্জাতিক মহলে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে, বিশেষত যখন ভারতের বিরুদ্ধে কানাডাসহ একাধিক দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
লেঘারি জানান, পাকিস্তান কখনোই তার নদীর পানি অন্যদিকে সরিয়ে নিতে দেবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, আমাদের নদীর পানি কেউ চুরি করতে পারবে না। তিনি আরও বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সুষ্ঠু সমাধানের চেষ্টা করছে।
দেরা গাজি খান-এর গাজী ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় লেঘারি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এখনও পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তিনি প্রতিশ্রুতি দেন, দেশ থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। এসময় তিনি পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থনও জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta