অনলাইন জুয়া বিষয়ে তদন্ত প্রতিবেদন ৯০ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ
ফেনীতে জমকালো আয়োজনের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। “দ্বন্দ্বে আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, চিন্তা করো না”—এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সোমবার ফেনীসহ অন্যান্য অঞ্চলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী। এর পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালত ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ.এন.এম মোরশেদ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, এবং এনজিও ইপসার প্রতিনিধি মো. মাহাবুল হক।
এছাড়া এডিআর সুবিধাভোগী সুলতানা রাজিয়া তার অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী, সহকারী জজ সবুজ হোসেন ও সাথী ইসলাম।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবসের গুরুত্ব অপরিসীম। এই দিবস সমাজের অসহায় ও দরিদ্র জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। এই মহৎ নীতি বাস্তবায়ন করার জন্য আমাদের নতুন করে অনুপ্রাণিত হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিস ফেনীর কার্যক্রমের ওপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাহেদা আক্তার সুমী।
এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জেলা বারের আইনজীবীরা, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে জেলা লিগ্যাল এইড কমিটি ফেনীর ২০২৪ সালের কর্মদক্ষতার ভিত্তিতে অ্যাডভোকেট কাজী মো. শাহজালাল, অ্যাডভোকেট আবদুল আহাদ ভূঁইয়া এবং অ্যাডভোকেট আবদুছ ছাত্তারকে যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
অনুষ্ঠানের শুরুতে লিগ্যাল এইড এডিআর বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta