ভোলার ৫ অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ
ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানো নিয়ে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের পর ভোলায় বাস ধর্মঘট চলছে।
গতকাল রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ভোলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, যার ফলে এসব রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বাস মালিক শ্রমিকরা জানিয়েছেন, সিএনজি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।
এদিকে, সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এসময় সিএনজিচালিত অটোরিকশার চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এছাড়া একাধিক সিএনজিচালিত অটোরিকশা বাস ডিপোতে আটকে রাখার অভিযোগ করেছেন অটোরিকশা চালকরা।
বাস মালিক সমিতির নেতারা বলেছেন, সিএনজিচালিত অটোরিকশা চালকদের দৌরাত্ম্যে বাস চলাচলে সমস্যা হচ্ছে। তারা অবৈধভাবে ভোলা-চরফ্যাশন সড়কে চলাচল করছে, তাই সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার দাবি জানিয়েছেন বাস মালিক শ্রমিকরা।
বাস চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। অনেকেই ঝুঁকিপূর্ণ অটোরিকশা ও অন্যান্য বিকল্প যানবাহনে চলাচল করতে বাধ্য হচ্ছেন, ফলে ভাড়া ও সময় দ্বিগুণ বাড়ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।
উল্লেখ্য, রবিবার বিকেলে চরফ্যাশনে যাত্রী উঠানোর ঘটনায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ ঘটে। এর পরিপ্রেক্ষিতে ভোলার অভ্যন্তরীণ পাঁচটি রুট, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমুদ্দিন, ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta