ভ্রমণে গিয়ে ৩৮ কোটি টাকার লটারি জিতলেন পর্যটক
‘এক সন্ধ্যায় হোটেলে ফেরার আগে আমি নিকটবর্তী একটি দোকানে যাই। সেখানে দেখি, আল্টিমেট ডায়মন্ড জ্যাকপট খেলায় বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। তখনই আমি একটি টিকিট কিনি ভাগ্য পরীক্ষার জন্য। হোটেলে ফিরে লটারির ফলাফল দেখে অবাক হয়ে যাই, কারণ আমি জিতে গেছি, পুরস্কারের পরিমাণ ৩০ লাখ ডলারেরও বেশি। মুহূর্তেই আমি হতভম্ব ও আনন্দিত হয়ে যাই। শরীর যেন নড়ছিল না।’
এভাবেই নিজের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন এক মার্কিন পর্যটক, যিনি শিকাগো ভ্রমণে গিয়ে লটারি জিতে নেন।
তিনি লটারিতে মোট ৩১ লাখ ৮৮ হাজার ১০৪ মার্কিন ডলার জিতেছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ কোটি ৭৩ লাখের বেশি।
ওই পর্যটক নিজের নাম প্রকাশ না করে ডাকনাম হিসেবে 'ট্রাভেলিং ট্রেজার' উল্লেখ করেছেন। ইলিনয় লটারি কর্মকর্তাদের তিনি জানান, ‘আমি এর আগে শিকাগো ঘুরতে এসেছিলাম। তবে তখন এতটা ভ্রমণ করা হয়নি। এবার ঠিক করেছিলাম যত বেশি সম্ভব দর্শনীয় স্থান ঘুরে দেখবো।’
সূত্র : ইউপিআই
প্রকাশিত: | By Symul Kabir Pranta