ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে
রাজধানীর ফকিরাপুলে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে একই পরিবারের তিনজন, যাদের মধ্যে একজন নারীও আছেন, দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার কিছু আগে গরম পানির গলির একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—কুলসুম আক্তার (২৫), রিয়াজ হোসেন (২১) ও কামরুন্নেসা রোজিনা (৪৫)। তারা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তারা ফকিরাপুল এলাকায় ভাড়া থাকতেন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী ইব্রাহিম খলিল জানিয়েছেন, দুপুরে রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তীব্র আগুনের শিখায় দগ্ধ হন তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরের দিকে ফকিরাপুল থেকে নারীসহ তিনজন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
দগ্ধদের শরীরের কতটা অংশ পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তারা পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta