বিজিবির বাধায় সীমান্তে মাটি খনন বন্ধ করেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্তে বিএসএফ শূন্য লাইনের ৭০ গজের মধ্যে ভারতীয় ভূখণ্ডে মাটি খনন করছিল। তারা অত্যাধুনিক ভেকু মেশিন ব্যবহার করে মাটি খননের কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি শনিবার বিকেলে বিজিবির নজরে আসে। বিজিবি বাধা দিলে বিএসএফ তাদের কাজ বন্ধ করে চলে যায় বলে জানা গেছে।
আজ রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন।
রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ পাটগ্রাম সীমান্তের দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ এর নিকটে এ খনন কাজ চলছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমারেখার ১৫০ গজের মধ্যে কোনও দেশ কোন স্থাপনা বা খনন করতে পারে না। তবে শূন্য রেখা থেকে ৭০ গজের মধ্যে ভারতীয় বিএসএফের একটি দল ভেকু মেশিন দিয়ে মাটি খনন করছিল। তারা মাটি ট্রলি বা ট্রাক্টর দিয়ে তরুণ ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বলে।
বিজিবির বাধায় বিএসএফ সদস্যরা শনিবার সন্ধ্যা থেকে মাটি খনন বন্ধ করে এবং ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফিরে যায়। তারা বিজিবিকে আশ্বস্ত করেছে যে এ ধরনের কাজ আর করবে না। বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও বৃদ্ধি করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, দহগ্রাম বিওপি সীমান্তের ৭০ গজের মধ্যে ভারতের পাশে মাটি খনন বন্ধ করেছে বিএসএফ। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে। বিজিবি সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta