মান্দায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা
নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ৭নং প্রসাদপুর ও ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের সংযোগস্থল পারইনাতপুর মোড়ে 'সবার আগে বাংলাদেশ ক্লাব' এর উদ্বোধন উপলক্ষ্যে এই লাঠিখেলার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এই লাঠিখেলা অনুষ্ঠানে উপস্থিত শত শত দর্শকের মধ্যে মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু বলেন, আমাদের প্রাচীন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গ্রামাঞ্চলের এসব খেলাধুলার চর্চা অব্যাহত রাখা উচিত।
তিনি বলেন, লাঠিখেলা বাংলার লোকজ সংস্কৃতির একটি চিরায়ত অংশ। এই ধরনের প্রাচীন খেলাধুলা অনেকটাই হারিয়ে যাচ্ছে, অথচ এগুলো আমাদের সংস্কৃতির অপরিহার্য অংশ। তাই গ্রামীণ সংস্কৃতি রক্ষা করতে লাঠিখেলা চর্চা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, তালহা জোবায়ের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেনসহ উভয় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta