সাবেক এমপি সুবিদ আলীর ১৭ একর জমি দখল, ব্যাংক হিসাব সিলগালা
কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নিজ নামে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২১টি ব্যাংক হিসাব থেকে ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ প্রদান করেন। জমির দলিলমূল্য ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক রেজাউল করিম এই সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তার স্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। তদন্তের স্বার্থে এ সম্পদগুলো জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta