বাংলাদেশের সাথে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানিয়েছেন যে, বাংলাদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ‘ঢাকায় এসে আমি খুব খুশি। খাবার ছিল চমৎকার, শপিং ছিল ভালো, এবং আলোচনাও ফলপ্রসূ হয়েছে।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) নামে পরিচিত। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন আমনা বালুচ এবং বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
দুই দেশের মধ্যে এক দশক পর এমন বৈঠক অনুষ্ঠিত হলো। সর্বশেষ বৈঠকটি ২০১০ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকের আনুষ্ঠানিক আলোচনার বিষয় এখনো প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক সূত্র জানাচ্ছে, উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক বোঝাপড়ায় গুরুত্ব দিয়েছে।
সূত্র জানায়, দিনব্যাপী আলোচনার পর বিকেলে আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আমনা বালুচ বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta