ফ্রান্স জুনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স শীঘ্রই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে এবং আগামী জুনে জাতিসংঘের সম্মেলনে এটি আনুষ্ঠানিকভাবে করতে পারে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্রোঁ বুধবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, "আমরা কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের সম্মেলনে এই প্রক্রিয়া চূড়ান্ত করা, যেখানে আমরা একাধিক দেশের সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আলোচনা করতে পারব।"
ম্যাক্রোঁ আরও বলেন, "আমি এটি করব, কারণ আমি মনে করি এটি সঠিক সময় এবং আমি একটি যৌথ উদ্যোগে অংশ নিতে চাই যেখানে ফিলিস্তিনকে সমর্থনকারী দেশগুলো ইসরায়েলকেও সমর্থন করবে।"
ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বলেন, ফিলিস্তিনের জন্য ফ্রান্সের স্বীকৃতি "ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্র নীতির প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।"
ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিনকে দুটি পৃথক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে মতামত জানিয়ে আসছে। তবে, আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপ না নেওয়া পর্যন্ত, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত পররাষ্ট্র নীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হবে। AFP জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরায়েল বিরক্ত হতে পারে, কারণ তাদের দাবি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এখনই সময়োপযোগী নয়।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল
প্রকাশিত: | By Symul Kabir Pranta