প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল আলোচনা করবে বিএনপি
আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। নির্বাচনী রোডম্যাপসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানী গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য একটি রোডম্যাপ চাই। যাতে উনি যথাযথভাবে জাতির সামনে এটি উপস্থাপন করতে পারেন এবং যেসব অনিশ্চয়তা রয়েছে, তা দূর হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা বলব, সময় যথেষ্ট রয়েছে। এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সক্ষম হবে। প্রধান উপদেষ্টাও আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিভিন্ন বিষয়ে নানা মতভেদ তৈরি হওয়ায়, আমরা এ বিষয়গুলো পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছি।’
এর আগে, নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য বিএনপি সময় চায়। এর পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিলের সময় নির্ধারণ করা হয়েছে, জানিয়েছে দলটির পক্ষ থেকে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta