নির্বাচনের জন্য ৩টি শর্ত পূরণের দাবি জামায়াত আমিরের
জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তিনটি শর্ত পূরণের জন্য দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শর্তগুলোর কথা উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচনা করেছে। এই প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটি শর্ত পূরণ করা আবশ্যক। মৌলিক সংস্কার, সহাবস্থান এবং নির্বাচনের প্রয়োজনীয় শর্তগুলি পূরণ না হলে নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে হবে না, এমনটাই মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যে পরিবর্তন এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ পরিবর্তন ছাড়া নির্বাচনের কোন ভিত্তি থাকবে না। তিনি বলেন, নির্বাচনে মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি। এসব সংস্কারের জন্য তারা সংশ্লিষ্ট কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। পরিবর্তন ছাড়া নির্বাচনে গণতন্ত্রের ভিত্তি তৈরি করা সম্ভব নয়, এবং পূর্বের মতো নির্বাচনের ফলাফল হবে।
তিনি উল্লেখ করেন, প্রথমত, সংস্কারের মূল অংশীদার হবে রাজনৈতিক দলগুলো। যদি তারা সহযোগিতা করে, তবে নির্বাচন পরিবেশ শীঘ্রই প্রস্তুত হতে পারে। যদি তারা সহায়তা না করে এবং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা আগের মতো হবে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।
দ্বিতীয়ত, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, যাতে জনগণের আস্থা ফিরে আসে এবং শহীদের আত্মা শান্তি পায়।
তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা প্রতিষ্ঠা করা আবশ্যক, যাতে কোনো দল শুধুমাত্র জয়লাভ করলে নির্বাচন সুষ্ঠু বলে মনে না করে, আর অন্য দল হারলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ মনে না করে। এই পরিবর্তনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, যা সরকারের, রাজনৈতিক দলগুলোর এবং সিভিল সোসাইটির কাছ থেকেও আসতে পারে।
জামায়াত আমির অবশেষে বলেন, নির্বাচন আয়োজনের আগে এই তিনটি শর্ত পূর্ণ করা জরুরি। শর্ত পূরণ না হলে আগামী নির্বাচনের প্রতিশ্রুতি সম্পর্কে সঠিক কিছু বলা যাবে না, এবং তা কেবল আল্লাহরই ইচ্ছা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta