অভিযোগসহ দুদক কার্যালয়ে হাসনাত-সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রধান নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরের দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান। এই সময় তারা কিছু লিখিত অভিযোগ জমা দেন দুদক চেয়ারম্যানের কাছে।
পরে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুদক কার্যালয়ে এসেছি। এসব অভিযোগ আমরা লিখিত আকারে তুলে ধরেছি। অভিযোগের বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গোপনীয়। কনফিডেনশিয়াল বিষয় আগে প্রকাশ করলে তা আর গোপন থাকে না, এবং অপরাধীরা সতর্ক হয়ে যাবে।
এনসিপির আরেক সংগঠক সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকেই ক্ষমতার কেন্দ্র গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। আমরা এখনো এমন কিছু প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, যেগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। সেজন্য এখানে এসেছি। এই মুহূর্তে এর বেশি কিছু বলছি না।
তিনিও গোপনীয় বিষয়গুলো এড়াতে চেষ্টা করেছেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta