প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সভা ১৬ এপ্রিল
১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকটি ওইদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার এই তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি জানান, “প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বুধবার দুপুরে ১৬ এপ্রিল বিএনপিকে সাক্ষাৎ দেওয়ার খবর দেওয়া হয়েছে।”
এর আগে, আগামী নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি সময় চেয়েছিল। তারই ভিত্তিতে প্রধান উপদেষ্টা বিএনপিকে সময় দেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতারা জানান, গত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরেই সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এই বৈঠকে বিএনপি সরকারের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানাবে। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়টি তুলে ধরা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta