'বাংলাদেশের গ্রামে শুরু হওয়া প্রকল্প এখন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা'
বাংলাদেশের কাছে বিশ্বের পরিবর্তন ঘটানোর মতো অসাধারণ আইডিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসার অনেক ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসা শুধু দেশের জন্য নয়, পৃথিবীজুড়ে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশে একটি ছোট গ্রামে শুরু হলেও এখন তা আমেরিকার অন্যতম বৃহত্তম ব্যবসায় পরিণত হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। কিছু মুহূর্তের জন্য তার কণ্ঠরোধ হয়ে যায়।
ড. ইউনূস আরও বলেন, পৃথিবীকে বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তিনি জানান, সবাই মিলে উপার্জন করে মানুষের জীবন পরিবর্তন করাটা এক স্বর্গীয় অনুভূতি। কার্বন নিঃসরণ বন্ধ করে আমরা নতুন একটি সভ্যতা তৈরি করতে পারি। বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী।
তিনি বলেন, তরুণ প্রজন্ম একসঙ্গে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকার বা প্রতিষ্ঠানের অপেক্ষায় থাকবে না। সেই নতুন পৃথিবী গড়তে আজ থেকেই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে ব্যবসা শুরু করা মানে শুধু এই দেশে বিনিয়োগ করা নয়, এটি বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দরিদ্র জনগণের উন্নতির জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়। আর সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত চার দিনের এই বিনিয়োগ সম্মেলন গত ৭ এপ্রিল শুরু হলেও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন ড. ইউনূস।
এদিন তিনি বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে।
এই সম্মেলনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথম দুই দিনে বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন তারা। পাশাপাশি, দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদান করতে কয়েকটি বিদেশি ব্যাংক ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta