নড়াইলে মাদক ও অবৈধ যানবাহন ঠেকাতে যৌথবাহিনীর অভিযান চালানো হয়
নড়াইল জেলার সদর উপজেলার কুড়িগ্রাম এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে মোট ১৪টি মামলা করা হয়েছে, জব্দ করা হয়েছে ১১টি মোটরসাইকেল এবং আদায় করা হয়েছে ৫৪ হাজার টাকা জরিমানা।
মঙ্গলবার রাতে নড়াইল-যশোর সড়কের কুড়িগ্রাম অংশে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই যানবাহন চালানো, লাইসেন্স না থাকা, হেলমেট না পরা সহ একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এসব মামলা করা হয় এবং জরিমানা আদায় করা হয়। অভিযানে ১১টি মোটরসাইকেল আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নড়াইল জেলার বিভিন্ন পথে মোটরসাইকেল, প্রাইভেট কার ও দূরপাল্লার যানবাহনে মাদক ও অবৈধ মালামাল পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। এসব কার্যকলাপ বন্ধে এবং যানবাহনের কাগজপত্র যাচাই করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। অভিযানের নেতৃত্ব দেন নড়াইল সেনা ক্যাম্পের কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান।
তিনি জানান, “দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ দ্রব্য পরিবহন ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta