শেখ পরিবারের ১৬ কোটি টাকার ওপর অবরুদ্ধের নির্দেশ
দুর্নীতির অভিযোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এ তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে থাকা অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের জন্য এসব অ্যাকাউন্ট অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে, ১১ মার্চ শেখ হাসিনা, জয়, পুতুল, রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পাশাপাশি শেখ হাসিনার ধানমণ্ডির বাসভবন সুধাসদনসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরো কিছু সম্পত্তি জব্দের আদেশ দেয় আদালত। একই সঙ্গে হাসিনা ও পরিবারের সাত সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
১৮ মার্চ আবারো হাসিনা, রেহানা, জয়, পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে মোট ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta