বিকল্পধারা ও গণঅধিকার পরিষদ সংস্কার প্রস্তাব জমা দিয়েছে
ড. নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব বিষয়ে মতামত প্রদান করেছে।
বুধবার শেরেবাংলা নগরের সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে প্রস্তাব তুলে দেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব শাহ আহমেদ বাদলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
এরপর সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে গণঅধিকার পরিষদ।
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনটি কাজ শুরু করে।
২০ মার্চ থেকে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক আলোচনায় বসে। ইতোমধ্যে তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠক করেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta