নেতাকর্মীদের সঙ্গেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি ভারতীয় গণমাধ্যমের
দেশজুড়ে চলমান গণবিক্ষোভের প্রেক্ষাপটে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে দেশে ১৫০টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে একাধিক হত্যা মামলা অন্তর্ভুক্ত। তিনি কবে দেশে ফিরতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। তবে সোমবার দলের নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর হওয়া নির্যাতনের বিচার করবেন। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, “চিন্তা কইরো না, আমি আসতেছি।”
সোমবার প্রায় এক ঘণ্টাব্যাপী দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আলোচনায় অংশ নেন শেখ হাসিনা। সেই বৈঠকের ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, অস্ত্রধারীরা পুলিশ, আনসার, আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালিয়েছে। মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরাও নিস্তার পাননি। দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমি এখনো বেঁচে আছি, যেন যারা এসব অন্যায় করেছে, তারা শাস্তি পায়। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না, তাদের হটিয়ে শান্তি ফিরিয়ে আনা হবে।
দেশ ছাড়ার পর থেকেই শেখ হাসিনা বারবার ভার্চুয়াল মাধ্যমে দলের নেতা-কর্মীদের মনোবল জুগিয়েছেন। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলা হয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। এত প্রতিকূলতার মাঝেও নেতাকর্মীদের সাহস দিয়েছেন শেখ হাসিনা। সোমবারের বৈঠকে তিনি বলেন, “চিন্তা করবেন না, আমি আসতেছি।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta