বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, যুবকের বিরুদ্ধে তরুণীর সংবাদ সম্মেলন
শেরপুরের নালিতাবাড়ীতে এক যুবক, নেওয়াজ শরীফ শাকিল (২৮), প্রেমের সম্পর্ক এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে, বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটায় স্থানীয় একটি সংবাদপত্র অফিসে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী তরুণী (২৬) এসব অভিযোগ করেন। তিনি জানান, তিনি বাঘবের ইউনিয়নের দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের এক কৃষকের মেয়ে এবং শাকিল নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারের বাসিন্দা।
লিখিত বক্তব্যে তরুণী জানান, প্রায় ৭ বছর আগে আড়াইআনী বাজারের ব্যবসায়ী আবুবকর সিদ্দিকের ছেলে শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। এই সম্পর্কের মাধ্যমে তারা কক্সবাজার, গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। শাকিল তাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। দুই মাস আগে বিয়ের কথা বললে শাকিল যোগাযোগ বন্ধ করে দেয়। সম্প্রতি অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নিলে তরুণী শাকিলের কাছে আবারও আসে, তবে তার থেকে কোনো সহায়তা মেলেনি।
তিনি আরও জানান, শাকিল বিয়ের প্রস্তাব অস্বীকার করার পাশাপাশি তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান এবং জানান, যদি কোনো প্রতিকার না পান, তবে আত্মহত্যার হুমকিও দেন।
সংবাদ সম্মেলনে তরুণী শাকিলের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি, কল রেকর্ড ও একান্ত মুহূর্তের ছবির স্ক্রিনশট প্রকাশ করেন।
এ বিষয়ে মুঠোফোনে শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তার বিরুদ্ধে প্রেমের বা শারীরিক সম্পর্কের কোনো অভিযোগ সত্য নয়। তিনি বলেন, তরুণী তার বিরুদ্ধে মিথ্যা প্রেমের অভিযোগ তুলেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta