রাজশাহীতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত, অন্তত ৩০ জন আহত
রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাত আহতদের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন- নাসিম, জুয়েল ও মিজানুর। নাসিম ও জুয়েল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের সদস্য ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ রামেক হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, “আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যাচ্ছি এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”
তথ্য অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ৬ নম্বর রানীহাটি ইউনিয়নের আয়োজনে ‘ভ্রমণ ও যিয়ারত-২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে দুটি বাসে করে দলটি যাত্রা শুরু করেছিল। তাদের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ভ্রমণ এবং প্রয়াত জামায়াত নেতাদের কবর জিয়ারত।
পথে রাজশাহী খড়খড়ি বাজার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং অন্য বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় আটকে থাকে। এই ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে আটজন আহত যাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta