আশুগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস এবং সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকার হোটেল রাজমনির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম দ্বীন ইসলাম, তিনি আশুগঞ্জের একটি চাতালকলের কর্মচারী এবং কিশোরগঞ্জের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তিনি সিএনজি অটোরিকশার চালক ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন—আশুগঞ্জের সোহাগপুর গ্রামের সৈয়দ হোসেনের ছেলে তাজবির এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার জুয়েল মিয়ার ছেলে রুবেল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ‘আজ বিকেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুইজন নিহত এবং অন্য দুজন গুরুতর আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta