জবি ফার্মেসী বিভাগের নতুন প্রধান অধ্যাপক ড. সুকুমার বেপারী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসী বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সুকুমার বেপারী।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়।
অফিস আদেশে জানানো হয়, ফার্মেসী বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মেয়াদ ৩১/০৩/২০২৫ তারিখে শেষ হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সুকুমার বেপারীকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী ১ এপ্রিল ২০২৫ থেকে তার দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি নিয়মানুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন।
অধ্যাপক ড. সুকুমার বেপারী দীর্ঘদিন ধরে ফার্মেসী বিভাগের শিক্ষক হিসেবে কাজ করছেন এবং তার গবেষণা ও প্রশাসনিক দক্ষতার জন্য তিনি বিভাগের শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসিত। নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারীর নেতৃত্বে ফার্মেসী বিভাগের উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
প্রকাশিত: | By Symul Kabir Pranta