তিন বছর পর জবি মসজিদে শিবির নেতাদের ইতিকাফ
পবিত্র মাহে রমজানের শেষ দশদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা শিবিরের দুই নেতা কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেছেন। তারা হলেন শাখা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ ও বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান।
এটি জানা যায় যে, গত ৩ বছর রাজনৈতিক সহিংসতার কারণে ক্যাম্পাসের জামে মসজিদে কেউ ইতেকাফে বসতে পারেননি। ২০২০ সালে শিবিরের সাবেক সভাপতি কাকরাইল জামে মসজিদে ইতেকাফে বসেছিলেন।
ইসলামে রমজানের শেষ দশদিনে ইতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয় এবং এটি সুন্নতে মুয়াক্কাদাহ হিসেবে পরিচিত।
বিজ্ঞান অনুষদের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, "গত তিনটি রমজানে আমরা ইতেকাফ করতে পারিনি। এটি সুন্নতে মুয়াক্কাদাহ, যা ইসলামে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। যদি কোনো এলাকায় একজন ব্যক্তি ইতেকাফে বসেন, তখন তা সবার জন্য আদায় হয়ে যায়। এই কারণেই আমরা শাখা শিবিরের নির্দেশে ইতেকাফে বসেছি এবং ক্যাম্পাসে সুন্নতের প্রচলন বাড়াতে চাই। এতে শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন হবে।"
অফিস সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, "ছাত্রশিবির প্রতি বছরই ইতেকাফে বসে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য, তাই ক্যাম্পাস মসজিদে আমাদের ইতেকাফে বসার অধিকার রয়েছে। বিগত ফ্যাসিবাদী সময়গুলোতে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম।"
শিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, "এবছর আমরা কাটাবন ও ক্যাম্পাস মসজিদে মোট চারজন ভাই ইতেকাফে বসেছি। প্রতি বছর শাখা শিবিরের পক্ষ থেকে এটি করা হয়, তবে আগে গ্রেফতার হওয়ার ভয় ছিল, তাই বিষয়টি প্রকাশ করা হয়নি।"
এদিকে, ২০২২ সালে তৎকালীন জবি শিবির সভাপতি সাজ্জাদ হোসাইনকে কাঁটাবন মসজিদে ইতেকাফে থাকা অবস্থায় পুলিশ গ্রেফতার করেছিল।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta