সনদ পাওয়ার জন্য সাত দপ্তরে ঘোরার প্রয়োজন: শিক্ষার্থীদের চরম ভোগান্তি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সনদ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের সাতটি দপ্তরে ঘুরতে হয়, যার ফলে তারা অসহনীয় কষ্টের সম্মুখীন হচ্ছেন।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র ও সনদ সংগ্রহ করতে তারা একাধিক দপ্তরে যাতায়াত করেন। বিষয়টি বারবার কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সনদ উত্তোলন প্রক্রিয়াটি অনলাইনে করার দাবি জানিয়ে আসছেন।
সরেজমিনে দেখা যায়, সনদ সংগ্রহের জন্য শিক্ষার্থীদের ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিতে দীর্ঘ লাইন দিয়ে সময় কাটাতে হয়। এরপর আবেদন ফর্ম পূরণ করে তাদের বিভাগে জমা দিতে হয়, যেখানে বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হয়। এরপর একে একে হল প্রভোস্ট, কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক, শারীরিক শিক্ষা বিভাগ, রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখা, বিএনসিসি প্লাটুন কমান্ডার ও হিসাব অফিসে যেতে হয়।
অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের না পাওয়ায় শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যা কখনো কখনো এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। এই কারণে সনদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পূর্বে সাবেক শিক্ষার্থীরা এ বিষয়ে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পরিবর্তন আসেনি।
ব্যবসায় প্রশাসন বিভাগের স্নাতক শিক্ষার্থী আদিব রহমান রাহাত বলেন, ‘সনদ সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে হয় এবং কর্তৃপক্ষকে না পেলে সময় নষ্ট হয়। যদি এটি অনলাইনে করা যেত, তবে সমস্যার সমাধান সহজ হতো।’
গণিত বিভাগের শিক্ষার্থী মাহফুজ রহমান বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এখনও পুরনো পদ্ধতিতে কাজ চলছে, যা অপ্রত্যাশিত। অনলাইনে কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতেন।’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আল মামুন সরদার বলেন, ‘আমি এ বিষয়ে জানি না, এটি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বলতে পারবেন।’
পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ইতোমধ্যে ফলাফল প্রক্রিয়াটি অটোমেটেড করেছি। ২০২১-২২ সেশন থেকে শিক্ষার্থীদের ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হয় না। তবে সনদ উত্তোলন প্রক্রিয়া ডিজিটালাইজ করার বিষয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে এবং একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta