জবি শিবিরের ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক এবং মিডিয়া সংগঠনগুলো নিয়ে শাখা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এটি অনুষ্ঠিত হয় সোমবার (২৪ মার্চ), পুরান ঢাকার লক্ষীবাজারের চায়না হল রেস্টুরেন্টে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, ডিবেটিং সোসাইটি, রিপোর্টার্স ইউনিটি, আবৃত্তি সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, ব্র্যান্ড মিউজিক সোসাইটি, রোভার স্কাউট, মানবাধিকার সহায়তা সংস্থা, হাফেজ কল্যাণ পরিষদসহ আরও অনেক সংগঠনের নেতৃবৃন্দ।
শাখা সূত্র জানায়, ছাত্রদলকে দাওয়াত দেওয়া হলেও তারা উপস্থিত হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, 'জবি শিবির সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। জুলাই অভ্যুত্থানকালে শিবিরের ভূমিকা ছিল অপরিসীম। আমরা যারা আন্দোলনে মাঠে ছিলাম, বিপদের সময় শিবির আমাদের সাহায্য করেছে। আমি নিজেও শিবিরের অফিসে ছিলাম।'
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, 'শিবিরের উচিত ক্যাম্পাসে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে বেশি মনোযোগী হওয়া। এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় মানের বুদ্ধিজীবী তৈরি হতে পারে।' তিনি আরও বলেন, 'জাতীয় মানের বিতর্ক আয়োজন ক্যাম্পাসে নিয়মিত হওয়া উচিত।'
এ সময় শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, 'আমরা শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কিছুদিন আগে কেউ অভিযোগ করেছিলেন যে জবি শিবির নারী শিক্ষার্থীদের জন্য কিছু করেনি। আমরা তার পরবর্তী সময়ে ৬০০ নারী শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করেছি। আমরা আপনাদের দেওয়া পরামর্শ অনুযায়ী কাজ করি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।'
প্রকাশিত: | By Symul Kabir Pranta