বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র-গুলি, আটক ৩ জন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল (রিভলবার), গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
এ ঘটনায় ওই নেতা, তার ভাই এবং ভাতিজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোকসার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, ৫টি পিস্তলের গুলি এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্তা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী একই রাতে আরও একটি অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাই জিল্লুর রহমান এবং তার ছেলে জুবায়ের ইসলাম জ্যাকীকে আটক করে। আটককৃতদের খোকসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে আটক শহিদুল ইসলাম ছিলেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং খোকসা ইউনিয়নের সাবেক মেম্বার। তার ভাই জিল্লুর রহমানও আটক হয়েছেন। তারা উভয়েই ওসমানপুর গ্রামের মৃত শাহাজাহান আলী বিশ্বাসের ছেলে।
অন্যদিকে, আটক হওয়া জুবায়ের ইসলাম জ্যাকী খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা জিল্লুর রহমানও এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সেনাবাহিনী কাজ চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় খোকসার ওসমানপুরে সফল অভিযান পরিচালনা করা হয়েছে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর পৃথক অভিযানে আটক এবং আগ্নেয় ও দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta