জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবে।
৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) করতে পারবে।
‘এ’ ইউনিটের মোট আসন সংখ্যা ৮৬০টি, যা তিনটি শিফটে বিভক্ত। বিজ্ঞান বিভাগের জন্য প্রথম শিফটে রয়েছে ২৮৪টি আসন, দ্বিতীয় শিফটে ২৮৭টি আসন এবং তৃতীয় শিফটে ২৮৯টি আসন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৮৬০টি আসনের বিপরীতে ৪৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta