শেরপুরের গারো পাহাড়ে মৃত বন্যহাতি, ১ জন গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের পূর্ব সমশ্চুড়া আশ্রয়ণ প্রকল্পের উত্তর প্রান্তে লাল টেংগুর পাহাড়ি গোপ থেকে একটি মৃত পুরুষ বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কৃষক জিয়াউর রহমান জিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, বোরো আবাদে বন্যহাতির উপদ্রব থেকে ফসল রক্ষা করতে কৃষক জিয়া তার ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক জিআই তারের ব্যবহার করে ঘিরে রাখেন। ওই তারে আটকে গিয়ে বন্যহাতির মৃত্যু ঘটে।
শুক্রবার (২১ মার্চ) সকালে মৃত হাতিটির মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকার জিয়াউর রহমান জিয়ার বোরো ক্ষেতের ৩০/৪০টি বন্যহাতির দল খাবারের সন্ধানে প্রবেশ করলে, কৃষক তার ক্ষেতের ফসলকে বাঁচাতে বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুটিলা ইকোপার্কের পূর্ব সমশ্চুড়া আশ্রয়ণ প্রকল্পের উত্তরে লাল টেংগুর পাহাড়ে জিয়াউর রহমান জিয়া ৫০ শতাংশ জমিতে বোরো ধান রোপণ করেন। বন্যহাতি যাতে তার ফসল নষ্ট না করতে পারে সেজন্য তিনি রাতের বেলা বৈদ্যুতিক তার দিয়ে ক্ষেতটি ঘিরে রেখেছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৩০/৪০টি বন্যহাতির দল ওই ক্ষেতের ফসল খেয়ে ও মাড়িয়ে দেয়। এই সময় একটি পুরুষ বন্যহাতি বৈদ্যুতিক তারে আটকে গিয়ে মারা যায়। পরবর্তী সময়ে বন বিভাগের কর্মকর্তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মাটিতে পুতে ফেলেন। এছাড়া শেরপুরের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার এবং মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। তারা জানান, বন্যহাতির মৃত্যুর ঘটনায় বন বিভাগ নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে এবং পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, বন্যহাতির মৃত্যুর ঘটনায় কৃষক জিয়াউর রহমান জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta