পুলিশকে দেখে নিবে বলে হুমকি দেওয়া ইকবাল গ্রেফতার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। শুক্রবার (২১ মার্চ) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের ১৫ তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জয়নাল আবেদীন শিশির জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে এনসিপি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনটি আয়োজনের কথা জানিয়েছিল। তবে, রমজানের ব্যস্ততার কারণে সময় এক ঘণ্টা পিছিয়ে রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta