বইয়ের মধ্যে অভিনব কৌশলে গাঁজাসহ ১ জন আটক
লালমনিরহাটের কালীগঞ্জে বইয়ের মধ্যে অভিনব কৌশলে গাঁজা বহনরত অবস্থায় মাদক ব্যবসায়ী মামুন হোসেন (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) সকালে কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হওয়া মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার নবির হোসেনের পুত্র।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামুন হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে লালমনিরহাট সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। আটক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta