সাদুল্লাপুরে বড় ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া ও মধ্য নিজপাড়া গ্রামবাসীরা আয়োজন করে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে।
শুক্রবার আমবাগান গার্লস হাই স্কুল মাঠে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এ বছরও মধ্য নিজপাড়া ও নিজপাড়া গ্রামের উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় আট হাজার মানুষ অংশগ্রহণ করেন। এবারের মেনুতে ছিল ভাত, গরুর মাংস এবং জনপ্রিয় আলুর ডাল, যা ইফতারের বৈচিত্র্য যোগ করেছে।
ইফতারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মীরা।
অনুষ্ঠানে আগতরা জানান, "এমন আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয় এবং একসাথে মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।"
আয়োজক কমিটির সদস্য হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, হিংগারপাড়া উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মিলন এবং সাবেক ইউপি সদস্য মজিদুল ইসলাম জানান, "প্রতি বছরই আমরা সকলে মিলে সহযোগিতার মাধ্যমে গণ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করি। এতে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়। আশা করি ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এই আয়োজনটি করতে পারব।"
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta